| |
               

মূল পাতা আন্তর্জাতিক ১২টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান : আইএসপিআর ডিজি


১২টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান : আইএসপিআর ডিজি


শেখ আশরাফুল ইসলাম     08 May, 2025     02:46 PM    


ভারতের অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক এক হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা ইতোমধ্যে যুদ্ধের রূপ ধারণ করেছে। গত মঙ্গলবার (৬ মে) দিবাগত মধ্যরাতে হঠাৎ করেই হামলা চালায় ভারত। পরে পাল্টা জবাব দিতে শুরু করে পাকিস্তান। এতে ভারতীয় পিছু হটলেও, দু’পক্ষের মধ্যেই লড়াই চলমান। এরইমধ্যে ১২টি ভারতীয় ড্রোন ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (৮ মে) এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভারত গত রাতে বিভিন্ন স্থানে ড্রোন পাঠিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরেকটি স্পষ্ট সামরিক আগ্রাসন চালিয়েছে।

এসময় তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থানে আছে। এখন পর্যন্ত ভারতের পাঠানো সেসব ড্রোন মধ্যে  ১২টি ধ্বংস করা হয়েছে।

সূত্র : ডন